নামাজের ফরজ সমূহ
প্রশ্নঃ নামাজের ফরজ কয়টি ও কি কি?
উত্তরঃ নামাজের ফরজ সমূহ নিচে উল্লেখ করা হলো-
নামাজের বাহিরে ৭টি ফরজ। যেগুলো কে নামাজের শর্ত বলা হয়।
১/ শরীর পবিত্র থাকা
২/ কাপড় পবিত্র থাকা
৩/ নামাজের স্থান বা জায়গা পবিত্র থাকা
৪/ সতর ঢাকা
৫/ কেবলামুখী হওয়া
৬/ ওয়াক্ত মত নামাজ পড়া
৭/ নিয়ত করা
নামাজের ভিতরের ফরজ ৬টি। যেগুলো কে নামাজের রোকন বলা হয়।
১/ তাকবিরে তাহরিমা ( আল্লাহু আকবার) বলা
২/ কিয়াম করা
৩/ কেরাত পড়া
৪/ রুকু করা
৫/ সেজদা করা
৬/ শেষ বৈঠকে তাশাহ্যুদ পড়ার সময় বসা।
নামাজ আদায়ের ক্ষেত্রে নামাজের প্রত্যেকটি ফরজ মেনে চলা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের সকলের উচিৎ সঠিক ভাবে নামাজ আদায় করা।
Comments
Post a Comment